Parts of Speech: Kinds of Verb
Verbs: যে word ( পদ ) দ্বারা কোন কাজ সম্পাদন করা বুঝায় তাকে ক্রিয়া পদ বলে ।
Verb দুইটি প্রধান ভাগে ভাগ করা হয়ঃ
১। Principal verb ( প্রধান বা মূল ক্রিয়া )ঃ যে verb নিজে নিজেই কাজ সম্পন্ন করতে পারে তাকে Principal verb বলে ।
২। Auxiliary Verb ( সাহায্যকারী ক্রিয়া ): যে verb কোন principal verb এর সাথে যুক্ত হয়ে কোন কাজ সম্পন্ন করে তাকে Auxiliary Verb বা helping verb বলে ।
Other type of verbs
1. Transitive verb (সর্কমকক্রিয়া) : যে verb এর কাজ subject এর মধ্যে সীমাবদ্ধ না থাকিয়া অন্য কোন word এর সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করিতে পারে না তাকে transitive verb বলে ।
যেমনঃ I drink – I drink tea
2. Intransitive verb (অকর্মকক্রিয়া) : যে verb এর কাজ subject এর মধ্যে সীমাবদ্ধ থাকিয়া অন্য কোন word এর সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করিতে পারে তাকে transitive verb বলে ।
যেমনঃ The girls sings
3. Factitive Verb (প্রযোজকক্রিয়া): কোন transitive verb যখন object থাকা সত্ত্বেও অতিরিক্ত word এর সাহায্য সাড়া অর্থ সম্পূর্ণ করতে পারে না তখন তাকে Factitive verb বলে ।
যেমনঃ we elected him --- we elected him captain
4. Copulative Verb (সংযোজক ক্রিয়া ): যে সমস্ত intransitive Verb এর পরে অন্য শব্দ না বসাইলে অর্থ সম্পূর্ণ রুপে প্রকাশ পায় না, তাকে Copulative Verb বলে
5. Reflexive Verb (আত্মবাচক ক্রিয়া): Transitive verb এর subject and object যদি একই ব্যাক্তি বা বস্তু বুঝায় তখন তাকে Reflexive Verb (আত্মবাচক ক্রিয়া) বলে ।
যেমনঃ he fans himself
6. Reciprocal Verb (পারস্পরিকক্রিয়া): যে transitive verb – Sentence এর subject এবং object – এর মধ্যে পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়া অর্থ প্রকাশ করে তাকে Reciprocal Verb (পারস্পরিকক্রিয়া) বলে ।
7. Impersonal Verb ( নৈর্ব্যক্তিকক্রিয়া ): Impersonal “it” কোন verb এর Subject হলে তাকে Impersonal Verb বলে ।
যেমনঃ It has been raining since morning.
8. Causative Verb ( কারণসূচকক্রিয়া ): কোন verb এর Subject যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পন্ন করায় তখন তাকে Causative Verb ( কারণসূচকক্রিয়া ) বলে ।
যেমনঃ I fly a kite.
9. Cognate Verb (একজাতীয় ক্রিয়া ) : যখন কোন Intransitive verb তার সমজাতীয় Noun কে Object রূপে গ্রহন করে Transitive – রূপে ব্যাবহার হয় তখন তাকে Cognate Verb (একজাতীয় ক্রিয়া ) বলে ।
No comments:
Post a Comment