About Us

JSC Math Solution  : 

 

অষ্টম শ্রেণির অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের সহজবোধ্য সমাধান

চ্যানেলের পথচলা : 


দূর্বল কিংবা সবল, শহর কিংবা গ্রাম সর্বোপরি সকল শিক্ষার্থীরা যেন এখান থেকে উপকৃত হতে পারে এ কথা মাথায় রেখে ।

বিবরণঃ 

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাধীন   অধিকাংশ শিক্ষার্থীদের মাঝে বিরাজ করে গণিত ভীতি কোনোরকম উত্তীর্ণ হলে  
A+ পাওয়া শিক্ষার্থী সংখ্যা হয় কম
সৃজনশীল পদ্ধতিভিত্তিক প্রশ্নের সমাধান করতে না পারার কারন বলে দাবি করে বেশিরভাগ শিক্ষার্থী
আর এদিক থেকে শহরের শিক্ষার্থীরা গ্রামের শিক্ষার্থীদের তুলনায় কিছুটা অগ্রসরমান হলেও মোটের উপর গণিত বিষয়ে 
ফেলের সংখ্যা বেশি হচ্ছে এবং বছর বছর তা বেড়ে যাচ্ছে
তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের গণিত ভীতি দূর করে A+ প্রাপ্তির হার বৃদ্ধিকরতঃ শতভাগ পাস নিশ্চিত করে গ্রামের
শিক্ষার্থীদেরও শহরের শিক্ষার্থীদের সাথে সমান্তরালভাবে এগিয়ে নেবার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা
এসব দিক বিবেচনায় রেখে আমরা সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের সমাধান টিউটোরিয়াল  
আকারে উপস্থাপন করছি আর প্রতিটি প্রশ্নের সমাধান করা হয়েছে পেশাগত অভিজ্ঞ শিক্ষকদ্বারা
সকল বোর্ডের কমন উপযোগী গণিত সৃজনশীল প্রশ্ন সমূহের সহজ সমাধানের ধারাবাহিক টিউটোরিয়াল দিয়ে সাজানো
হয়েছে JSC Math Solution সাইটটি ।
আমাদের সাথে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ

বিঃ দ্রঃ আপনার গঠণমূলক মন্তব্য আশা করছি।


No comments:

Post a Comment