প্রশ্নঃ
ইউছুফ একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে উত্তর দিকে 12 km যায়। তারপর সেখান থেকে পশ্চিম দিকে আরও 12 km যায়। এরপর সে দক্ষিণ দিকে আরও 6 km যায়।তার যাত্রা স্থান হতে সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?
সমাধানঃ
ধরি, 
চিত্রে ইউছুফ A অবস্থান হতে যাত্রা শুরু করে 12 km উত্তর দিকে B তে পৌঁছায়। 
B অবস্থান হতে 12 km পশ্চিম দিকে C তে পৌঁছায়। 
C অবস্থান হতে 6 km দক্ষিণ দিকে D তে পৌঁছায় এবং D  তার সর্বশেষ অবস্থান।
এখন, BC।। DE আঁকি। A, D যোগ করি।
তাহলে, নির্ণেয় দূরত্ব AD.

তাহলে, BCDE আয়ত।   
BC = DE = 12 km
এবং CD = BE = 6 km
সুতরাং AE = AB - BE = 12 - 6 = 6 km
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে ADE সমকোণী ত্রিভুজ হতে পাই, 
AD^2 = AE^2 + DE^2
           = 6^2 + 12^2
           =36 + 144
           = 180
 ؞ AD = 6√5
  অতএব, ইউছুফের যাত্রা স্থান হতে সর্বশেষ অবস্থানের সরাসরি দূরত্ব     = 6√5 km.
 =====================
 আরও দেখুন......

No comments:
Post a Comment