৩৭ তম বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন রিপিট
হয়েছিলো যেখান থেকে থেকেঃ
.
১। কোনটি মৌলিক শব্দ? [১৪ তম বিসিএস প্রিলি]
উত্তরঃ গোলাপ।
.
২। ভাষা আন্দোলন ভিক্তিক প্রথম পত্রিকার সম্পাদকের
নাম কী? [১৬,২০ প্রিলি, ২২,২৩ লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
.
৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [ ২৪ তম
বাংলা লিখিত]
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ।
১। কোনটি মৌলিক শব্দ? [১৪ তম বিসিএস প্রিলি]
উত্তরঃ গোলাপ।
.
২। ভাষা আন্দোলন ভিক্তিক প্রথম পত্রিকার সম্পাদকের
নাম কী? [১৬,২০ প্রিলি, ২২,২৩ লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
.
৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [ ২৪ তম
বাংলা লিখিত]
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ।
৪। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের
গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? [২৯ তম বিসিএস,
চবি-০৯, শাবি-১১]
উত্তরঃ লর্ড কার্জন।
.
৫। কোন জেলায় হাজংদের বসবাস নেই? [২৮ তম বিসিএস]
উত্তরঃ সিলেট।
.
৬। বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা
কতটি? [২৩, ২১ তম বিসিএস]
উত্তরঃ ২৭ টি।
.
৭। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন
গঠনের কথা উল্লেখ আছে? [বিসিএস-৩১, ২২ তম]
উত্তরঃ ১৩৭।
.
৮। বাংলাদেশ কখন টেস্ট ক্রিকেটের মর্যাদা পায়? [৩০,
২৬ তম বিসিএস]
উত্তরঃ ২০০০ সালে।
.
৯। IMF এর সদর দফতর কোথায়? [১০ ম বিসিএস]
উত্তরঃ ওয়াসিংটন ডিসি।
.
১০। ‘গ্রিনপিস’ কবে যাত্রা শুরু করে? [২৬ তম বিসিএস, নন
ক্যাডার জব-১৫]
উত্তরঃ ১৯৭১ সালে।
.
১১। কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা
পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে
পারে? [৩০, ২৬, ২২, ১৯, ১৫ তম বিসিএস]
উত্তরঃ সমুদ্রের জলস্থর বৃদ্ধি।
.
১২। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [২১ তম
বিসিএস]
উত্তরঃ ব্রাজিলের রিওডিজেনেরোতে।
.
১৩। চা পাতায় কোন ভিটামিন থাকে? [২৮ তম বিসিএস]
উত্তরঃ ভিটামিন বি কমপ্লেক্স।
.
১৫। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের
হওয়ার সময় সূর্য্ আপনার সমনে ছিল। কিছুক্ষণ পরে আপনি
বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে
ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? [ ২৭ তম মানসিক
দক্ষতা লিখিত]
উত্তরঃ পূর্ব দিকে।
.
১৬। Who has written the poem “Elegy Written in a Country
Churchyrd”? [৩৬ তম প্রিলি]
Ans: Thomas Gray
.
১৭। ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১
অক্টোবর কি বার ছিল? [২৯, ৩০ তম লিখিত]
উত্তরঃ বৃহস্পতিবার।
.
১৮। ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে? [৩৫ তম মা.
দ. লিখিত]
উত্তরঃ ৯
.
১৯। ০.৪ × ০.০২ ×০.০৮ =? [৩৩ তম মা. দ. লিখিত]
উত্তরঃ০.০০০৬৪
.
২০। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের
প্রতীক ছিলো কী? [বিসিএস ভাইবা-৩৫ তম]
উত্তরঃ নৌকা।
.
২১। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
[বিসিএস ভাইবা-৩৫ তম]
উত্তরঃ ম্যাগনাকার্টা।
.
#_#পিএসসি নন ক্যাডার জবের প্রশ্ন থেকে আসা প্রশ্ন
সমূহঃ
.
২২। কোনটি বাগধারা? [পিএস সি নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ শিরে সংক্রান্তি
.
২৩। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? [ নন ক্যাডার
জব-১১,১০,০৭, ০৫, ০৩]
উত্তরঃ মেঘনা।
.
২৪। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব
মুসলিম দেশ কোনটি? [ নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
.
২৫। বাংলাদেশের কোথায় সর্বোচ্চ গড় বৃষ্টিপাত রেকর্ড
করা হয়েছে? [ নন ক্যাডার জব-২০০৪]
উত্তরঃ সিলেটে।
.
২৬। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? [ নন ক্যাডার
জব-২০০৯]
উত্তরঃ০/ শূন্য
.
২৭। গ্রিনহাউজ কী? [ নন ক্যাডার জব-২০১৪]
উত্তরঃ কাচের তৈরি ঘর।
.
২৮। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্য বিষয়ক
গ্রন্থের নাম কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১১]
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা।
.
২৯। ড. মুহম্মদ শহীদুল্লাহর চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম
কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১৫]
উত্তরঃ বুদ্ধিস্ট মিস্টিক সংস।
.
৩০। ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
[পিএস সি নন ক্যাডার জব-২০১০]
উত্তরঃ চন্দ্রকুমার দে
.
৩১। মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বানবিজ্ঞান বিষয়ক
গ্রন্থের নাম কী? [পিএস সি নন ক্যাডার জব-২০১১]
উত্তরঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।
.
৩২। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে? [পিএস সি নন
ক্যাডার জব-২০১৩]
উত্তরঃ শামসুর রহমান।
.
৩৩। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের
নাম কী? [নন ক্যাডার জব- ২০১৪]
উত্তরঃ পেট্রপোল।
.
৩৪। বাংলাদেশে সরকারি ই.পি.জেড (EPZ) কয়টি?
[জাবি-২০১২, নন ক্যাডার জব-০৬]
উত্তরঃ ৮ টি।
৩৫। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন
দেশ? [পিএস সি নন ক্যাডার জব-২০১৫]
উত্তরঃ চীন।
.
৩৬। I saw …… one-eyed man when I was walking on the road.
[পিএসসি নন ক্যাডার জব-’১৩]
Ans: a
.
৩৭। It’s raining cats and dogs, so--? [পিএসসি নন ক্যাডার
জব-’১৫]
Ans: make sure you take an umbrella
.
৩৮। …………. is Shakespeare’s last play. [নন ক্যাডার জব-’০৬,
খুবি-১০]
Ans: Tempest
.
৩৯। World Development Report প্রকাশ করে কোন সংস্থা?
[পিএস সি নন ক্যাডার জব-২০১২]
উত্তরঃ বিশ্ব ব্যাংক।
.
৪০। 13 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর
দৈর্ঘ্য 24 সে. মি. হলে, কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব
দূরত্ব কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’১২]
উত্তরঃ 5 সে. মি।
.
#_#ব্যাংকের প্রশ্ন থেকে আসা প্রশ্নসমূহঃ
.
৪১। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে
কোন ব্যাংক? [যমুনা ব্যাংক ২০১২]
উত্তরঃ ডাচ-বাংলা ব্যাংক।
.
৪২। কম্পিউটার সিপিইউ (CPU) এর কোন অংশ গাণিতিক
সিদ্ধান্ত গ্রহনের কাজ করে? [অগ্রণী ব্যাংক-১০, ডাচ
বাংলা ব্যাংক-১২, স্টান্ডার্ড ব্যাং-১৩]
উত্তরঃ এ. এল. ইউ. (ALU)
.
৪৩। IP-V6 এড্রেস কত বিটের? [পুবালী ব্যাংক ২০১৪]
উত্তরঃ ১২৮ বিটের।
.
৪৪। কোনটি ইনপুট ডিভাইস? [ডাচ বাংলা ব্যাংক-০৪]
উত্তরঃ OMR
.
৪৫। ইউনিকোডের মাধ্যমে কতগুলো চিহ্নকে নিদ্রিষ্ট
করা যায়? [বাংলাদেশ ব্যাংক-১৫]
উত্তরঃ ৬৫৫৩৬ টি।
.
৪৬। “The Sun Also Rises” is a novel written by….? [সোনালী
ব্যাংক ২০১০]
Ans: Earnest Hemingway
.
#_#বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে আসা
প্রশ্নসমূহঃ
.
৪৭। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে
স্মরণ করেছেন কেন? [জাবি-০৮, রাবি-০৪]
উত্তরঃ প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী মুসলিম
যোদ্ধা ছিলেন বলে।
.
৪৮। বর্গের কোন বর্ণসমূহ মহাপ্রাণধ্বনি ? [ঢাবি-০৯]
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।
.
৪৯। ‘ঔ’ কোন ধরনের স্বরধনি? [ঢাবি-০৯]
উত্তরঃ যৌগিক।
.
৫০। ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
[রাবি-০৬]
উত্তরঃ বিস্ময়কে আপন্ন।
.
৫১। কবি কায়কোবাদের ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক
পটভূমি কী ছিলো? [ঢাবি- ০৯]
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
.
৫২। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য কত সালে
প্রকাশিত হয়? [ রাবি-০৬]
উত্তরঃ ১৯১০ সালে।
.
৫৩। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
[রাবি-২০১১]
উত্তরঃ মুর্শিদ কুলী খান।
.
৫৪। ২০১১ সালের আদশুমারি অনুযায়ী নারী-পুরুষের
অনুপাত কত? [ঢাবি-২০১১]
উত্তরঃ ১০০ : ১০০.৩
.
৫৫। কোন বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক? [জবি-১১]
উত্তরঃ বরিশাল।
.
৫৬। বাংলাদেশে সরকারি ই.পি.জেড (EPZ) কয়টি?
[জাবি-২০১২, নন ক্যাডার জব-০৬]
উত্তরঃ ৮ টি।
.
৫৭। জাতীয় সংসদে কাস্টিং ভোট কী? [জাবি আইন
২০১২]
উত্তরঃ স্পিকারের ভোট।
.
৫৮। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান
মুসলিম সম্প্রদায়ের নাম কী? [ঢাবি-০৫]
উত্তরঃ উেইঘুর।
.
৫৯। জাতিসংঘের স্থায়ী সদস্য কোন কোন দেশ?
[রাবি-২০১৩]
উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন।
.
৬০। উপকূল থেকে কতদূর পর্য্ন্ত অর্থনৈতি জোন হিসেবে
গণ্য করা হয়? [ঢাবি- বি-২০১৩]
উত্তরঃ ২০০ নটিকাল মাইল।
.
৬১। ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযোগের জন্য কোন মাধ্যম
প্রয়োজন? [ঢাবি খ-১২, সো. ব্যা. ১০]
উত্তরঃ তারহীন সংযোগ।
প্রিলিমিনারির প্রশ্ন (১০ থেকে ৩৭), বিসিএস লিখিত
সর্ট প্রশ্ন , নন ক্যাডার জব প্রশ্ন, বিসিএস ভাইবার প্রশ্ন
ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো জানা
থাকলে যে কোনো পরীক্ষায় সহজে উত্তীর্ন হওয়া সহজ
হবে।
No comments:
Post a Comment