Wh-Question তৈরির নিয়মাবলী Wh-Questions সম্পর্কে বিস্তারিত শিখি।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি Wh- Questions তৈরির সহজ নিয়মাবলী
প্রিয় শিক্ষার্থীরা,
শুভেচ্ছা নিও। চলো, আজ আমরা Wh-Questions সম্পর্কে বিস্তারিত শিখি। তুমি যদি Wh-Question তৈরির নিয়মাবলী সত্যিই শিখতে চাও, তাহলে একটু সময় নিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে নিচের নিয়মগুলো পড় আর সংযুক্ত Exercise এর সবগুলো  শেষ করো। দেখবে তোমার কাছে Wh-Questions তৈরি সবচেয়ে সহজ মনে হবে এবং তুমি তোমার বন্ধু/বান্ধবীকে ও শিখাতে পারবে, ইনশাআল্লাহ্।
Wh-Question কাকে বলে?
উত্তরঃ ইংরেজী ভাষায় যে Question এর শুরুতে Wh-words (what, who, which, where, when, why, whose, whom, how) থাকে এবং যে Question এর  Answer কখনোই  হ্যাঁঅথবা না’  হয় না, তাকেWh-Question বলে।
Examples:
1.   What is your name?
2.   How are you? ইত্যাদি।
ü  লক্ষ্য করোঃ Wh- Questions তৈরি করার সময় Auxiliary Verbs/to be verbs  : am, is, are, was, were, have, has, had, will, would, can, could, shall, should, may, might ইত্যাদি লাগবে।
ü  আর Auxiliary Verbs না থাকলে প্রদত্ত Statement/ Affirmative Sentence এর Tense Subject এর Number এবং Person অনুযায়ী do, did, does লাগে।  
ü  Tense না জানলে  তোমার দ্বারা ইংরেজীতে কোনো কিছু শুদ্ধভাবে পড়া / বলা / লিখা কখনোই সম্ভব নয়।
ü  লক্ষ্য করোঃ সব ক্ষেত্রে নিচে দাগ দেওয়া (Underlined) শব্দটি বাদ দিয়ে / হাত দিয়ে চাপে ধরে পড়লেই তমি বুঝতে পারবে Wh-words: what, who, which, where, when, why, whose, whom, how থেকে কোনটা দিয়ে Wh-question করতে হবে।
Ø  কোনো Statement Underlined Word এর উপর  ভিত্তি করে Wh- question তৈরির সহজ পদ্ধতিসমূহঃ
বিভিন্ন ধরনের wh-question নিচের ছকে উদাহরণসহ দেয়া হল:

 Facebook>> My Math Solution
Youtube>>> My Math Solution


 Facebook>> My Math Solution
Youtube>>> My Math Solution




 Facebook>> My Math Solution
Youtube>>> My Math Solution





 Facebook>> My Math Solution
Youtube>>> My Math Solution



 Facebook>> My Math Solution
Youtube>>> My Math Solution



1 comment: